বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিবার বর্গের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫আগষ্ট) সন্ধা ৭:০০ ঘটিকায় অত্র সমিতির অফিসে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, বঙ্গবন্ধু সহ তার নিহত পরিবারবর্গের আত্মার শান্তির জন্য মোনাজাত পরিচালনা করেন মধ্যম পাড়া জামে মসজিদের খতিব।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ জমির হোসেন, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ এমতাজ আলী, সহ কাঠ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।