llখাগড়াছড়ি প্রতিনিধি ll
খাগড়াছড়ি পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থী হলেন নির্মেলেন্দু চৌধুরী। সেই হিসেবে পৌর নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ রাত ৯.০০ঘটিকায় প্রেস সূত্রে জানা গেছে।
তবে প্রার্থীতা ঘোষণা সম্পর্কে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা দপ্তর সম্পাদক চন্দন কুমার দে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্তের মালিক, তিনি যাকেই মনোনীত করেছেন। তাঁর পক্ষেই আমরা সকল আওয়ামী সমর্থক কাজ করার জন্যেই মাঠে রয়েছি। তাই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নৌকার মাঝিকে ১৬ জানুয়ারিতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে দায়িত্ব ও কর্তব্যে নিহিত দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ।
তবে উল্লেখ্য যে,গত ৫ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই সংক্রান্ত শহরের কদমতলী এলাকায় অনুষ্ঠিত বৈঠকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতিত্ব করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সম্ভাব্য প্রার্থীসহ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ও সকলের সিদ্ধান্ত অনুযায়ী নির্মেলেন্দু চৌধুরী, আলহাজ্ব মোঃ মেয়র রফিকুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েল মোট ৩ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত পাঠানো হয়েছিলো। পাঠানো তালিকা হতে আজ কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত অনুযায়ী দপ্তরসূত্রে খাগড়াছড়ি পৌরসভার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মেলেন্দু চৌধুরী কে প্রার্থী ঘোষণা করা হয়।