টুয়েল চাকমা ; নানিয়ারচর প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শোক দিবস পালন করেছেন । স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
নানিয়ারচর উপজেলা প্রশাসন, নানিয়ারচর থানা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, নানিয়ারচর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসময় পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পরপরই নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান জনাব প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিউলি রহমান তিন্নি, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্য দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাক উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল ওহাব হাওলাদার , নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব ইলিপন চাকমা, সহ-সভাপতি সজিত তালুকদার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সপন দেবনাথ ও সাধারণ সম্পাদক রিপন তালুকদার, যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, সাবেক ছাত্রলীগের সভাপতি জুয়েল বড়ুয়া ও সাবেক সাধারণ সম্পাদক রিপন দাশ , এডভোকেট মামুন ভূইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মৃধা সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।