ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে উপজেলা বনবিভাগ, বৃক্ষরোপণের আওতায় সংরক্ষিত বনাঞ্চল ও এর আশপাশের বসবাসকারী বাসিন্দাদের মাঝে ২৭৫০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় ।
রবিবার(১৫ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বন বিভাগের উপজেলা বিট কর্মকর্তা মোঃ মঈনুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
চারা গ্রহণকারীদের উদ্দেশ্যে উপজেলা বিট কর্মকর্তা মঈনুল হক বলেন: সকল প্রতিষ্ঠান ও বাড়ির আঙ্গিনাকে মনোরম পরিবেশে সাজিয়ে তুলতে বৃক্ষ খুবই উপকারী, এবং এ বৃক্ষ আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিয়ে থাকে, আপনারা যারা চারা নিয়েছেন তা রোপণের পাশাপাশি পরিচর্যাও অব্যাহত রাখতে হবে, তবেই আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল ও স্বার্থক হবে।
চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ মাঠের পাশে আমলকীর চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন।