রাঙ্গামাটি প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস রাঙ্গামাটিতে পালিত হয়েছে।
রোববার সকালে স্বাস্থ্য বিধি মেনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনক মোহাম্মদ মিজানুর রহমান বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। অপরদিকে আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পমাল্য অর্পণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ জাতির পিতাকে স্মরণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।
অন্যদিকে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া রাঙ্গামাটি সদর উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণে উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমাসহ উর্ধ্বতন কর্মকতারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, পরে উপজেলা পরিষদে বৃক্ষরোপন শেষে অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক অনুদান বিতরণ, উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, শোকাবহ আগস্ট শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।