অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায়, দুস্থ আরো ৩৩১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার। শনিবার (১৪ আগস্ট) ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্থিত থেকে ইউপি কার্যালয়ে অসহায়, দুস্থ পরিবারগুলোর মাঝে এই সহায়তা বিতরণ করেন।
এসময় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য এবং উপকারভোগী সাধারন জনগন উপস্থিত ছিলেন। এদিকে চন্দ্রঘোনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ৩৩১ অসহায় পরিবারের মধ্যে ১৩১ পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২০০ পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।