মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪০হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১.০৮.২০২১) তারিখ মধ্য রাতে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৬ কিঃমিঃ পূর্ব দিকে বেঙডেফা ডাক্তারকাঁটা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার উলুমচারী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো: সামছুদ্দীন (৩৬), ও মগ পাড়ার বাসিন্দা মো: ইউনুসের ছেলে মো: আলী (২৭)।
এদিকে মিয়ানমারের দুই নাগরিক মোঃ ফারুক হোসেন (৩৭)) ও হাজী জাহিদ (৪৮) বিজিবির অবস্থানের টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বলে আটককৃতরা জানিয়েছে।
জানা যায়, বুধবার রাতে বিজিবির সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দেয়ার সময় বেঙডেফা ডাক্তারকাঁটা সাকিনস্থ নুরুল ইসলামের আকাশমনি গাছের বাগানে পৌঁছালে পলাতক আসামীরা তাদের হাতে থাকা কালো পলিথিনেরর ব্যাগ ফেলে দৌড়ে সীমান্তের জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিজিবি টহল দল কালো পলিথিনের ভিতর হতে ৪টি পলিপাইজার প্যাকেট প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: সামছুদ্দীন ও মো: আলীকে দুইজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।