মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের প্রতিবন্ধী মোঃ আব্দুল মোনাফ পেল প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর ও দোকান।
তিনি ইউনিয়নের ছাইঙ্গ্যা এলাকার দানেশ পাড়ার একটি মসজিদে থাকতেন। অন্য স্বাভাবিক মানুষের মতো পারেনা হাটঁতে। আজ এই বাড়ি তো কাল আরেক বাড়ি ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করতেন। মাথা গোজাঁর ঠাঁই হয় মসজিদে। আপন বলতে এই ভূবনে তার কেউ নেই। তার দুঃখের বিষয়টি শুনে সহযোগীতার জন্য এগিয়ে আসেন জেলা প্রশাসন। তৈরি করে দেয়া হয় প্রধানমন্ত্রীর টিন শেড ঘর। বিদ্যুতের সুবির্ধাতে ব্যবস্থা করা হয় জেনারেটর। সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হয়। চলাচলের সুবিধার জন্য করে দেয়া হয় সিঁড়ি। দু’মুঠো ভাতের জন্য আত্ম-র্নিভরশীল হয়ে বেঁচে থাকার লক্ষ্যে কর্মসংস্থানের জন্য রাস্তার পাশে তৈরি করে দেয়া হয় দোকান।
আজ (১১ আগস্ট) দুপুরে দানেশ পাড়ায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী মোঃ আব্দুল মোনাফকে ঘর ও দোকানের চাবি হস্তান্তর করেন। তার পাশাপাশি নিত্যদিনের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীসহ গ্যাসের চুলা তুলে দেন জেলা প্রশাসক। ঘর ও দোকান পেয়ে নতুন এক জীবনের সন্ধান পেয়েছি তাই প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানান, প্রতিবন্ধী আব্দুল মোনাফ।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, রোয়াংছড়ির তারাছা ইউনয়নের ছাইঙ্গ্যাতে ১০বছর ধরে পরিবার পরিজন হীন মোনাফ নামের এক প্রতিবন্ধী মসজিদে থাকে। খবরটা পেয়ে ঐ প্রতিবন্ধীকে একটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়েছে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে সহজে ঘরে যাবার সুবিধার্তে একটি সিঁড়ি, রান্নার জন্য গ্যাসের চুলা, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও তার আত্ম-কর্মসংস্থানের জন্য একটি দোকান দেয়া হয়েছে যেন তিনি নিজের খরচ যোগান দিতে পারেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার সুইটি,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল জাবেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমাসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।