মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লাকে বান্দরবান জেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সৌজন্য সাক্ষাৎকার করেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
বুধবার (১১ আগস্ট) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রিপোর্টাস ইউনিটির উপদেষ্টা পাইহ্লাঅং মারমা, রিপোর্টাস ইউনিটির সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মংসানু মারমা, যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ক্যমুইঅং মারমা, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও রাঙামাটি নিউজ২৪.কম র্বাতা সম্পাদক উথোয়াইচিং মারমা(রনি) , দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কিকিউ মারমা ও দৈনিক গণকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রিচার্ড বম প্রমুখ।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১-এ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা পান ক্যশৈহ্লা।