ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ও দিঘিনালা সড়কের ১৫-কিলোমিটার এলাকায় পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সাথে বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ছিলো অনেকটা সময় ধরে।
বুধবার (১১ আগষ্ট) ভোরে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। পাহাড় ধসে রাস্তায় মাটির স্তুপ জমা হয়ে থাকার কারণে সড়কের একপাশ দিয়ে সিএনজিচালিত মোটরসাইকেল চলাচল করলেও বন্ধ হয়ে গেছে গণপরিবহন । তবে ধসের এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের একটি বড় অংশ সড়কের উপর ধসে পড়েছে।
এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সংবাদ পাওয়ার পরপরই বুল্ডোজারসহ লোক পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আশা করি ঘণ্টা তিনেকের মধ্যেই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।