রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ছাগলখাইয়া এলাকায় অনীমা দাশ( ২৫) নামক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় নিজ শাশুরবাড়ীতে সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার একই এলাকার জুয়েল দাশের সাথে বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে তিন বছরের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার সকালে অনীমার সাথে তার স্বামীর কথা কাটা কাটি হয়ে পারিবারিক কলহের জের ধরে নিজ রুমে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্নহত্যা করেছে, বাড়ীর লোকজন তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্বার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার করে ময়নাদতন্তের জন্য লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, স্বামীর সাথে কলহের জের ধরে আত্নহত্যা করেছেন এমনটাই ধারনা করা হচ্ছে। এ বিষয়ে অপমৃত্য মামলা হবে,ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে ।