কক্সবাজারের উখিয়ায় ৯ হাজার ৯৫০পিস ইয়াবাসহ জিয়াউর রহমান নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫। আটক জিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাতব্বর পাড়ার মৃত সলিমুল্লাহর ছেলে।
র্যাব-১৫ সুত্র জানায়,৯ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সি: সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।