মংহাইথুই মারমা, রুমা(বান্দরবান) প্রতিনিধি:
রুমায় কোভিড-১৯ প্রতিরোধ মোকাবেলা অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে রুমা জোন সদর দপ্তরে ময়ুর পাড়ার ও রয়েল ত্রিপুরা পাড়ায় ১শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ।
দরিদ্র অসহায়ত্ব রয়েল ত্রিপুরা পাড়ায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেন সেনাবাহিনী । ত্রাণ বিতরণের শুভ উদ্ভোধন করেন ২৮বীরের রুমা জোনের চৌকস অফিসার লে: কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি , আরো উপস্থিত আছেন মেজর,এসএম শাহিনুর রহমান, পিএসসি মেজর, মুহতাদী কামাল আহমদ,এসইউপি ক্যাপ্টেন অনিন্দ ইমতিয়াজ প্রমুখ। নিউজ কভারেজ করতে রুমা জোন কর্তৃক স্থানীয় প্রিন্ট মিডিয়া কর্মীদের আমন্ত্রণে করেন।
জোন কমান্ডিং অফিসার বলেন, এই মহামারী করোনা ভাইরাস জনিত সমস্যা মোকাবেলায় দরিদ্র অসহায়ত্ব জনগোষ্ঠীর পাশে সাধ্য মতে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রান বিতরণ আগামীতেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গনমাধ্যম কর্মীদের।
এ করোনা প্রকোপে পাহাড়ের বসবাসরত পাহাড়িরা আর্থিকভাবে অসহায় হয়ে পরেন। এ অসহায় দিনে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি হয়েছি বলে জানিয়েছেন ভুক্তভোগী পাড়াবাসীগণ।