মো:ইসমাইল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিবেদক:
জেলার পানছড়িতে রেড ক্রিসেন্ট ইউনিট কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমে শুরু থেকে এখনো পর্যন্ত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে একজোটে মানবসেবায় কাজ করে যাচ্ছে।
আজ ৯ আগষ্ট (সোমবার) টিকা কেন্দ্র পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেড ক্রিসেন্ট কর্মীরা কাজ করার সময় বৃদ্ধ ও অসুস্থ দুই ব্যক্তির মেসেজ চেক করে তাদেরকে আগে টিকা প্রদান করে। এ বিষয়টি নিয়ে টিকা গ্রহন করতে আসা আরেক ব্যক্তি শাহাদাত হোসেন;(পিতা:আমির হোসেন, গ্রাম:কলোনি পাড়া,) রেড ক্রিসেন্ট কর্মীদের উপর আঘাত করতে আসে এবং তাদেরকে খারাপ ব্যবহার করে। এবং পরবর্তীতে কাজ শেষ করে এক রেড ক্রিসেন্ট কর্মী (মো:জুয়েল হোসেন) বাড়িতে যাওয়ার পথে শাহাদাত হোসেন নামের ঐ ব্যক্তিটি পুনরায় তাকে মারধর করার চেষ্টা করে।ঘটনা দেখে উপস্থিত জনগন তাকে রক্ষা করে।
এই ঘটনাগুলি ঘটনোর পেছনে রয়েছে আরেকটি কারন।রেড ক্রিসেন্টের সাথে শাহাদাত হোসেনের পূর্ব শত্রুতা।ঘটনার জেরে জানা যায়,খাগড়াছড়ির পানছড়িতে সর্বপ্রথম যখন কোয়ারেন্টাইন চালু করা হয় তখন শাহাদাত হোসেন নামের এই ব্যক্তিটিও কোয়ারেন্টাইনে ছিলো।কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে রেড ক্রিসেন্ট কর্মীদের কাছ থেকে খাবারের পরিবর্তে কয়েক পেকেট সিগারেট চেয়েছিলো। রেড ক্রিসেন্ট কর্মীরা তাকে বলেছে আমরা আপনাকে খাবারের জিনিস ছাড়া মাদক এনে দিতে পারবো না।তখন সেই ব্যক্তিটি রেড ক্রিসেন্ট কর্মীদের অকাট্য ভাষায় গালাগালি করে।এবং বলেছিলো একদিন না একদিন সবগুলোকে দেখে নেবে সে।অতৎপর পুনরায় পূর্ব শত্রুতার জের ধরে আজ হামলা করলো।
যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিটের যুব প্রধান রায়হান আহমেদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সে আজকে টিকা কেন্দ্রে এমন ঘটনাটি ঘটালো।আমি ঘটনার সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ জানাই। রেড ক্রিসেন্ট কর্মীদের উপর এমন হামলার প্রতিবাদ জানাই। এবং যতোক্ষন পর্যন্ত শাহাদাত হোসেনের বিচার না হবে ততোক্ষণ পর্যন্ত পানছড়িতে রেড ক্রিসেন্টের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট কর্মীর উপর এমন হামলাকারীর বিরুদ্ধে আমরা যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছি।