নিজস্ব প্রতিবেদক:
সরকার গৃহীত উন্নয়ন ভিজিডি কর্মসূচীর আওতায় রাঙামাটির মগবান ইউনিয়নে ২শত পরিবারের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) বিকালে মানিকছড়ি ব্রীজ ও বড়াদম ব্রীজে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করেন সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
এসময় তিনি বলেন, টিকা নিতে কেউ ভয় পাবেন না। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেককে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে টিকা গ্রহণ করতে হবে।
বিতরণকালে মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুঠোফোন আলাপে প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুশৃঙ্খল নির্দেশানায় রাঙ্গামাটি সদর উপজেলার প্রতিটি ইউনিয়নগুলোতে কাজ করে যাচ্ছি ,পাহাড়ের জনগন ক্ষুদামুক্ত ও কোভিড বিষয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।