কক্সবাজারের উখিয়ায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘঠিত ঘটনায় পরিবারের সাথে মনোমালিন্যের জেরে আত্নহত্যা করতে পাে সে।নিহত যুবকের নাম সৈকত বড়ুয়া (২৩), উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে। সৈকত পেশায় মাইক্রোবাস চালক।
সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পাশ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে দড়ি গলায় ঝুলন্ত অবস্থায় সৈকতের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সৈকতের সাথে তার এক দূরসম্পর্কের আত্নীয়ের সাথে দীর্ঘদিনের প্রেম ছিলো। ওই আত্নীয় বিবাহিত ও সম্পর্কে চাচী হওয়ায় সৈকতের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি, সোমবার রাতে এ বিষয়ে পরিবারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তার লাশ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।