খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ৮আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী সর্বসময়ের সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকাল ৮.০০ ঘটিকায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সকল সহযোগী ও অঙ্গ সংগঠন কর্তৃক মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তবে বিকাল ৪.৩০ ঘটিকায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। একই সাথে আগামী জাতীয় শোক দিবসের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
এই সময়ে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
উক্ত এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিন্তা হরণ শর্মা, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।