রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন ।
রবিবার সকালে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মফজল অাহমদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা,স্মৃতি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান প্রসঙ্গে তুলে ধরেন।
এসময় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধু পরিবারকে নৃশংস হত্যায় সমবেদনা জ্ঞাপন ও মাগফেরাত কামনা করেন।পরে উপজেলার হত দরিদ্র পরিবারের মাঝে ৬ টি সেলাই মেশিন ৬ পরিবারের মাঝে বিতরন করা হয়।