রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মন্জুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টায় পরিত্যক্ত বাড়ী হতে একটি দেশী কার্তুজ উদ্বার করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পালিয়ে যায়।
উদ্বার কৃত অস্ত্র রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল অাহমদ খান জানান, সেনাবাহিনী একটি দেশীয় কার্তুজ থানায় নিয়ে আসেন। আমরা জমা নিয়ে সোমবার অাদালতে প্রেরন করা হবে।