ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৯১ তম জন্মদিন উপলক্ষে অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৮ আগষ্ট) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এসম উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম , ৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী গন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৯১ তম জন্মদিন উপলক্ষে অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন দেওয়া হয়েছে, যাতে করে এর উপার্জনে পরিবার কিছুটা হলেও আর্থিক সহায়তা পায়।