বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রবিবার (৮আগষ্ট) সকাল ৯:০০ ঘটিকায় জেলা পরিষদের রেস্ট হাউজে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, এ বিতরণ কর্মসূচিতে মোট ৭১৪০টি চারা বিতরণ করা হয়। বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাঘাইছড়ি পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে দেওয়া হয়। উল্লেখ্য যে, প্রতিটি ইউনিয়নে ১৮০ টি করে ( আমের চারা ১৫০ টি এবং লিচু চারা ৫০ টি), পৌরসভার জন্য ৫০০টি ( আম-৩৫০, লিচু-১৫০) প্রতিটি মসজিদ- ৫০ টি প্রতিটি মুন্দির –৫০ টি,প্রতিটি বিহারে –৫০ টি
প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে –৫০টি,বাঘাইছড়ি থানাকে — ৭০টি,২৭ বিজিবি মারিশ্যা৷ জোনকে
২০০ টি,উপজেলা পরিষদকে– ২০ টি করে চারা প্রদান করা হয়।
উক্ত চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মোঃ গিয়াসউদ্দিন আল মামুন – সাঃ সম্পাদক , বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ, মোঃ আলী হোসেন — সহ সভাপতি, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ, মোঃ আব্দুস সবুর — মুক্তিযুদ্ধা কমান্ডার , বাঘাইছড়ি উপজেলা।