অর্ণক মল্লিক, কাপ্তাই প্রতিনিধি: সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নে ৫টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। কাপ্তাইয়ের প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি কাপ্তাই উপজেলা স্কাউটস এর সদস্যরা অংশ নিয়ে টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেছে।
কাপ্তাই উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নির্দেশনায় ও সাধারন সম্পাদক মাহাবুব হাসান বাবুর নেতৃত্বে ৫টি কেন্দ্রে মোট ২০ জন স্কাউটস সদস্য উপস্থিত থেকে স্বাস্থ্যকর্মী সহ জনসাধারনকে টিকাদান কার্যক্রম যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতা করে।
এসময় টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায় স্কাউটস সদস্যরা বৃষ্টিকে উপেক্ষা করে নিরবিছিন্ন ভাবে সেবা দিচ্ছে। এদিকে তাদের কার্যক্রমে এলকাবাসী সহ সংশ্লিষ্ট প্রশাসন ভুয়সী প্রশংসা করেছে।