সরওয়ার কামাল, কক্সবাজার:
কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে স্থাপিত ১২টি টিকা কেন্দ্রে গণটিকা প্রদান কর্মসূচী শুরু হয়েছে। ৭ই আগস্ট সকাল ৯ টা থেকে এ কর্মসূচী শুরু হয়েছে। বৃষ্টির মাঝেও আগ্রহী বিপুল সংখ্যক পৌর নাগরিক টিকা নিতে কেন্দ্রে আসছে। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান শনিবার সকাল থেকে টিকা কেন্দ্র সমুহ পরিদর্শন করে টিকা নিতে আসা নাগরিকদের উৎসাহিত করছেন। তিনি টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিনেটর, টিকাকর্মী, রেডক্রিসেন্টের সদস্য, পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক ও অন্যান্যদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া কক্সবাজার কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল ইসলাম, স্বাস্থ্য সমন্বয়কারী শামিম আকতার, WHO এর ফোকাল পারসন ডা. সুরাইয়া আক্তার, দায়িত্বশীল কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট সকলে টিকা কেন্দ্র গুলো পরিদর্শন করেন। নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরগণ নিজ নিজ ওয়ার্ডে স্থাপিত টিকা কেন্দ্রের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছে।
শনিবার ৭ই আগস্ট সকাল ৯টায় শুরু হওয়া টিকা কার্যক্রম বিকেল ৪ টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ১২ টি টিকা কেন্দ্রে একযোগে চলবে। প্রতিটি টিকা কেন্দ্রে ২০০ জনকে টিকা প্রদান করা হবে।
কক্সবাজার পৌরসভার যেসব প্রতিষ্ঠানে টিকা কেন্দ্র টিকা প্রদান করা হচ্ছে, সেগুলো হল-
১ নম্বর ওয়ার্ড-কুতুবদিয়া পাড়া উপকুলীয় প্রাথমিক বিদ্যালয়, সমন্বয়কারী-কাউন্সিলর আকতার কামাল,
২ নম্বর ওয়ার্ড-এয়ারপোর্ট পাবলিক উচ্চ বিদ্যালয়, সমন্বয়কারী-কাউন্সিলর মিজানুর রহমান। ৩ নম্বর ওয়ার্ড-কস্তুরা ঘাট প্রাথমিক বিদ্যালয়, সমন্বয়কারী-প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী। ৪ নম্বর ওয়ার্ড-আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সমন্বয়কারী-কাউন্সিলর দিদারুল আলম রুবেল,
৫ নম্বর ওয়ার্ড আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, সমন্বয়কারী-কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদার। ৬ নম্বর ওয়ার্ড-ডিককুল হার্ভাড কলেজ, সমন্বয়কারী-কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ড-টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট), সমন্বয়কারী-কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ। ৮ নম্বর ওয়ার্ড-কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সমন্বয়কারী-কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ড-বিবেকানন্দ বিদ্যা নিকেতন, সমন্বয়কারী-প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।১০ নম্বর ওয়ার্ড-পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়, সমন্বয়কারী-কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ড-বাহারছড়া ফোরকানিয়া মাদ্রাসা, সমন্বয়কারী-কাউন্সিলর নুর মোহাম্মদ এবং ১২ নম্বর ওয়ার্ড-সৈকত কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল, কলাতলী, সমন্বয়কারী-কাউন্সিলর নাসিমা আক্তার বকুল। এছাড়া প্যানেল মেয়র-৩ শাহানা আক্তার পাখি,
কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার প্রমুখ সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন।
কক্সবাজার পৌরসভার টিকা কেন্দ্র সমুহ পরিদর্শনকালে গণটিকা প্রদান কর্মসূচী গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেয়র মুজিবুর রহমান কৃতজ্ঞতা জানান এবং কর্মসূচীকে উৎসবমুখর করে তোলায় পৌর নাগরিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একদিনে কক্সবাজার পৌরসভায় মোট ২ হাজার ৪০০ জন নাগরিককে টিকা দেওয়া হবে বলে জানান, মেয়র মুজিবুর রহমান।