টুয়েল চাকমা ; নানিয়ারচর প্রতিনিধি।
রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে কোভিড -১৯ টিকা দেওয়ার কার্যক্রম, ৭ আগষ্ট শনিবার সকাল হতেই বিভিন্ন দুর দুরন্ত থেকে উপজেলার ৪ ইউনিয়নের ৪ টি কেন্দ্রে মানুষ ভীড় জমাতে শুরু করেন।
কোভিড -১৯ টিকা নিতে আসা সকলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে টিকা গ্রহন করেন এবং সুবিধা অনুযায়ী লাইনে দাড়িয়ে কোভিড -১৯ টিকা গ্রহণ করেন।
এসময় নানিয়ারচর উপজেলার ৪ ইউনিয়নের কেন্দ্র সমূহ পরিদর্শন করেছেন পার্বত্য রাঙ্গামাটি জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
কেন্দ্র পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান (তিন্নি), নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.নূয়েন খীসা,নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো সাব্বির রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মী গণ।
টিকা গ্রহন করতে আসা লোকজনদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ায় তারা অতন্ত্য খুশি, আগে সদর হাসপাতালে গিয়ে টিকা গ্রহন করা খুবই কষ্টকর ছিল,বিশেষ করে বয়স্কদের জন্য হাসপাতালে যাওয়া অতন্ত্য কষ্টের।এজন্য সকলে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে।
এদিকে টিকা প্রদানের সাধারণ জানগনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রলীগ,রেডক্রিসেন্ট সোসাইটি সহ সেচ্ছাসেবক বৃন্দ।