বাঘাইছড়ি প্রতিনিধি-
দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ১৫ হাজার ২৮৭টি ওয়ার্ডে ৩২ লাখ টিকা দেওয়া হচ্ছে, সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। অতি আগ্রহের সাথেই জনসাধারণ টিকা নেওয়ার জন্য কেন্দ্রমূখী হচ্ছ।
শনিবার (৭আগষ্ট) সকাল ৯:০০ ঘটিকায় উপজেলার পৌরসভা ও ইউনিয়নে ৮ টি কেন্দ্রে একসাথে এই টিকা কার্যক্রম শুরু হয়। কেন্দ্রগুলো হলোঃ কিশালয় সঃ প্রাঃ বিদ্যালয়,আয়নামতি আজিজ সঃ প্রাঃ বিদ্যালয়।
৩০ নং সারোয়াতলী ইউনিয়ন – শিজকমুখ উচ্চ বিদ্যালয়, ৩১ নং খেদারমারা ইউনিয়ন – উলুছড়ি মৌজা উচ্চ বিদ্যালয়, ৩৪ নং রুপকারী ইউনিয়ন – রুপকারী ইউনিয়ন পরিষদ,৩৫ বঙ্গলতলী ইউনিয়ন – বঙ্গলতলী সঃ প্রাঃ বিদ্যালয়,
৩৬ নং সাজেক ইউনিয়ন – সাজেক ইউনিয়ন পরিষদ
,৩৭ নং আমতলী ইউনিয়ন – পাবলাখালী সঃ প্রাঃ বিদ্যালয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম উপজেলা সদরে কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার ভূমি ফারহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ এবং ওসি আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। প্রথম দিন বাঘাইছড়িতে টিকার লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ৪ হাজার। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন স্বাস্থ্যবিধি মেনে মানুষ খুব উৎসাহ উদ্ধিপনা নিয়ে সারি বদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করছে, সকল কেন্দ্রে ট্যাগ অফিসারদের মাধ্যমে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।