অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাইয়ে কোভিড-১৯ গনটিকাদান কেন্দ্রে উপজেলা কৃষকলীগের সহযোগীতায় জনসচেতনতামুলক প্রচারনা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয় করোনা টিকাদান কেন্দ্রে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শামসুদ্দীন ও সাধারন সম্পাদক সুধীর তালুকদারের নেতৃত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আক্তার হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাধন তনচংগা, সাধারন সম্পাদক চিংসুই মারমা, উপজেলা কৃষকলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্ভু দাশ, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, ওয়াগ্গা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল সহ কৃষকলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় টিকাদান কেন্দ্রে আসা জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে করোনা টিকা গ্রহন করতে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।।