রাঙ্গামাটি প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
(৫ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, জেলা প্রশাসনের সরকারী বেসরকারী কর্মকর্তারা ও বন বিভাগ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।