নিজস্ব প্রতিবেদক, উখিয়া, কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
বুধবার বিকালের দিকে পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুই যুবক হলো, পালংখালীর মোছারখোলার মোঃ আলমের পুত্র জাফর আলম (২১) ও পূর্ব ফারিরবিলের আবু তাহেরের পুত্র মোঃ জুনায়েদ (২১)।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি পলিথিনের ব্যাগসহ তাদের আটক করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৯ হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।