৫ই আগস্ট বিকাল ৫ টায় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জুম মিটিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী সকল প্রকার গণ জমায়েত সভা – সমাবেশ বন্ধ থাকায় অনলাইন এই জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা এই জুম মিটিংয়ের আয়োজন করেন।
শোকের মাস আগস্ট তাই আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এই জুম মিটিং আয়োজন করা হয়।
এ সময় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে জুম মিটিং এ প্রথম বারের মত এই ডিজিটাল জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ঝন্টু চাকমা,যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রিপন দাশ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মৃধা, সাংগঠনিক সম্পাদক তুফান চাকমা সহ আরো অনেক নেতা কর্মীরা।
দলীয় কর্মসূচি ও প্রস্তুতি মূলক মতামত প্রকাশ করে এই অনলাইন জুম মিটিং আয়োজন করার জন্য আয়োজক কে উপজেলা আওয়ামী লীগের সকলকর্মীগন কৃতজ্ঞা প্রকাশ করেন।
এসময় অনলাইন জুম মিটিংয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন,সাবেক ছাত্রনেতা এ্যাডঃমামুন ভুইঁয়া, উক্ত ভারচুয়্যাল জুম অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা ও সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের মত প্রকাশের মধ্য দিয়ে জুম মিটিং সমাপ্তি হয়েছে।