নিজস্ব প্রতিবেদক, উখিয়া, কক্সবাজার:
কক্সবাজারের পালংখালীর গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা ও তেল, ডাল, চাল, মাছের সিন্ডিকেটের চার যুবককে আটক করেছে র্যাব-১৫।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গয়ালমারাস্থ এমএসএফ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার সুলতান হাকিমের ছেলে মোক্তার মিয়া (২৩), উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার আলী আকবরের ছেলে মো: জসিম উদ্দিন (২৫), একই এলাকার মো: ইয়াছিনের ছেলে আব্দুর রহিম এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক এ/৭এর সৈয়দ আহমদের ছেলে আব্দুল আমিন (৩২)। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মো: শেখ সাদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব এর এ কর্মকর্তা।