রিপন ওঝা:
খাগড়াছড়িতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান মাননীয় প্রতিমন্ত্রী জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, বিশেষ অতিথি হিসেবে খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জ্যেষ্ঠ নেতা নির্মলেন্দু চৌধুরী, সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর বিষয়ক সম্পাদক চন্দন কুমার দে উপস্থিত ছিলেন।
নবগঠিত জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ওয়ার্ড, ইউনিয়ন, থানা বা উপজেলা পর্যায়ের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ ভাতৃপ্রতিম ছাত্রলীগের উদীয়মান তরুণ নেতৃত্বদানকারী নেতাগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত কর্মসূচীতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ করা হয়।