জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক আজগর আলী খান, ডাঃ রুইহলাঅং মারমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।