মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ পল্লীউন্নয়ন র্বোড (বিআরডিবি) মানিকছড়ির বিভিন্ন সমবায় সমিতি ও দলের সফল উদ্যোক্তার মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণ হিসেবে ২০ জনকে ৪০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কোভিড- ১৯ প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসিএ লি. চেয়ারম্যান মোঃ আকতার হোসেন ভুইঁয়া। প্রধান অতিথি ছিলেন, উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) তামান্না মাহমুদ, উপজেলা বিআরডিবি র্কমর্কতা মোঃ আবুল কালাম মজুমদার। করোনার লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এই কোভিড-১৯ উপলক্ষে প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমবায় সমিতির বিভিন্ন সমিতির মধ্যে সফল ২০ জন উদ্যোক্তাকে স্বল্পসুদে(৪%) ঋণ বিতরণ চেক তুলে দেয়া হয়।