খাগড়াছড়ির জেলার মহালছড়িতে আজ ৫ আগস্ট রোজ বৃহস্প্রতিবার সকাল ১০টার দিকে কোভিড-১৯ পরিস্থিতিতে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীলের উপস্থিতিতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন হয়ে পড়া কাঠ মিস্ত্রি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর ১০০পরিবারের মাঝে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত এ সময়ে সচিব ও কর্মচারী,গ্রামপুলিশসহ অর্থ সহায়তা গ্রহীতাগণ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।