চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১৫ (প্রশাসন) মোহাম্মদ মমিনুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মমিনুর রহমানকে চট্টগ্রামের জেলা প্রশাসক নিযুক্ত করা হয়।
অপরদিকে চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মো ইলিয়াস হোসেনকে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ইলিয়াস হোসেন ২০১৮ সালের মার্চ মাস থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নবনিযুক্ত জেলা প্রশাসক অবিলম্বে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।