কবিতাঃ মা
কবিঃ তানিয়া ফরাজী
বিপদ দেখে হাত ছেড়ে দেয়
বন্ধু, কিংবা স্বজন
মা-ই কেবল ধরে রাখে হাত
আঁধারেও সে সুজন।
জীবন যখন ঝড়ের কবলে
দুয়ারে মৃত্যুর হানা,
মা-ই থাকে শিয়রে দাঁড়ায়ে
মানেনা কারও মানা।
যত বড় পাপী হইনা কেন
তাঁর কাছে নিষ্পাপ
ভালবাসা তাঁর ফুরাতে চায়না
দেয়না সে অভিশাপ।
বুকের মাঝে আঁকড়ে এমন
রাখেনা কখনও কেউ
জীবন সাগরে ওঠে যখন
মরণ উত্তাল ঢেউ।
সাদা কালো অন্ধ বধির
যা- ই হইনা কেন
আমায় নিয়ে উৎকন্ঠা তার
শেষ হয়না যেন।
তার প্রতি জগত মায়াহীন যখন
আমায় ঢাকে সে মায়ায়
আমি আছি বেঁচে নিষ্কন্টক হয়ে
তাঁর আশীর্বাদ ছায়ায়।
তার বাগানে ফোটা যেন আমি
জগত সেরা ফুল,
তাঁর স্বপনে যেন গন্ধে আমি
সবারে করছি আকুল।