অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন এর নতুন বাজার, লগগেইট, জেটিঘাট,কাপ্তাই প্রজেক্ট এলাকার ৩৭ জন মানসিক ভারসাম্যহীন মানুষকে বিজয় দিবসে খাবার তুলে দেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার।
অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, প্রতিদিন এইসব এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই চোখে পড়ে এইসব লোকদের। তাই চিন্তা করলাম বিজয় দিবসের দিন ওদের হাতে অন্তত এক বেলা খাবার তুলে দিই। তাই পুলিশ এর পক্ষ হতে আজ( ১৬ ডিসেম্বর) তাদের হাতে খাবার তুলে দিলাম। আর তাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি তাতে আমাদের বিজয়ের আনন্দ বহুগুণ বেড়ে গেছে।