হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।
আজ ১৬ ই ডিসেম্বর ২০২০ইং রোজ বুধবার মহান বিজয় দিবস। ১৯৭১ সনের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিলো বাংলার সূর্য সন্তানেরা। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
প্রতি বছরই সারা বাংলাদেশ ব্যাপী দিনটি পরম শ্রদ্ধার সাথে পালিত হয়ে থাকে। সেই মহান সূর্য সন্তানদের স্মরণে রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজস্থলী উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উবাচ মারমা মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ সাদেক মহোদয়, উপজেলা অফিসার ইনচার্জ জনাব মফজল খান মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব রুইহ্লাঅং মারমা, কৃষি কর্মকর্তা জনাব হাসিবুল হাসান, উপজেলা মহিলা লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান জনাব অংনুচিং মারমা, স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।