।।মোঃ হাবিবুর রহমান।।
।।রাঙ্গামাটি।।
আজ রাংগামাটি সরকারি কলেজ মাঠে কলেজ শিক্ষার্থীদের এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মাদক বিরোধী পথসভা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাংগামাটি জেলা শাখার পরিদর্শক-শিবনাথ কুমার সাহা,এ এস আই-লিটন কুমার নন্দি,সিপাহী-সালাহ উদ্দিন কাদের এবং ফখরুল হাসান সহ উপস্থিত ছিলেন,রাংগামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-শারমিন আক্তার সোমা,সদর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক-মোঃ বনি মাহমুদ,রাংগামাটি সরকারি বিশ্বাবিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক-মোঃ সোহেল রানা সহ জেলা উপজেলা এবং অত্র কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অত্র কলেজের শিক্ষার্থী বৃন্দ।উক্ত সভায় প্রধান বক্তব্য প্রদান করেন পরিদর্শক-শিবনাথ কুমার সাহা,তিনি তার বক্তব্যে মাদকের কুফল সম্পকে আলোচনা করেন। ছাত্র/ছাত্রীরা যাতে ভয়াবহ মাদকের নেশায় জরিয়ে না পরে সে বিষয়ে সাবধান থাকতে অনুরোধ করেন।
তিনি আরো বিশেষ ভাবে বলেন আইন -রক্ষাকারী বাহিনির একার পক্ষে মাদক নিমন্ত্রণ করা সম্ভব নয়।সে জন্য সকলের সহায়তা কামনা করেন।তিনি সতর্ক হওয়ার জন্য জানান যে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেঞ্চ নীতি ঘোশনা করেছেন,আমরা সে লক্ষে কাজ করছি।
এছাড়াও ছাত্রলীগ নেত্রী শারমিন সোমা বলেন,আমরা এই বিজয়ের দিনে শপথ নিয়েছি যে,বঙ্গবন্ধু স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন জনমুখীস্থানে মাদক বিরোধী আন্দোলন,জনসচেতনতা সহ মাদকের ভয়াবহতা এবং সরকারি কঠোর আইন সম্পর্কে ছাত্রছাত্রী সহ জনগণদের নিকট বার্তা পৌছে দিতে কাজ করব।