(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন ব্রীজ পাড়ার থানার পূর্ব পাশে চেঙ্গী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ব্যতিত পাইপ পুড়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উল্লেখিত স্থানের চেঙ্গী নদী হতে স্যালো মেশিনের সাহায্যে বালি উত্তোলনের প্রায় ৫০০ মিটার আনুমানিক ৩৫ হাজার টাকার বিভিন্ন ধরনের দামী পাইপ লাইন ভেঙ্গে দিয়ে পাইপগুলো আগুনে পুড়িয়ে ধবংস করা হয় এবং অভিযান চলাকালীন সময়ে ঘটনাস্থলে বালু উত্তোলন কাজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় নি।
আজ ১৬ ডিসেম্বর বুধবার বিকালে বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত এবং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়।