(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১৬ ডিসেম্বর রোজ বুধবার মহান জাতীয় বিজয় দিবস উপলক্ষে মহালছড়ি আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দগণ একত্রিত হয়ে দলীয় কার্যালয় হতে র্যালী শুরু গুরুত্বপূর্ণ মোড় পদক্ষিণ করে মহালছড়ি স্মৃতিসম্ভ ও নবনির্মিত বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উক্ত এ সময়ে ১৯৪৮-১৯৭১ সাল পর্যন্ত আত্মাহুতি দেয়া বাংলার সকল সূর্যসন্তান বীর শহীদ ও ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স্বপরিবারে আত্মহুতির দানের প্রতি বিনম্র শ্রদ্ধায় ১মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত আয়োজনে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক জসিম উদদীন ও সাংগঠনিক সম্পাদক দীপন ধর। আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সভাপতি/সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় রতন কুমার শীল, রেজাউল হক মাসুদ, জিয়াউর রহমান বক্তব্যে রাখেন।
অপরদিকে মহালছড়ি উপজেলা জাতীয়তাবাদী দল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ নিজস্ব দলীয় কার্যালয় হতে
র্যালী বের হয়ে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায়। সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জয়দার,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ,সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের মহান দিবসে উপজেলা জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক শ্রদ্ধা জানান। উক্ত এ সময়ে জপা সভাপতি কংজরী চৌধুরী,সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।