ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বাঘাইছড়িতে মহান বিজয় দিবস ২০২০ উৎপাদন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
আজ ১৬ ডিসেম্বর ২০২০ রোজ বুধবার বাঙালি জাতির গৌরব ঐতিহ্য ও সাফল্যের দিন, দীর্ঘ ৯মাস যুদ্ধের পর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান শাসক গোষ্ঠীর শোষণ-পীড়নের হাত থেকে বাঙালি জাতি বিজয় ছিনিয়ে আনে।
মহান এ বিজয় দিবসে বাঘাইছড়ি মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে মো: আশিকুর রহমান মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: ফয়জুল করিম কুতুবী, গীতা পাঠ করেন রবি শংকর, সুপা চাকমার ত্রিপিটক পাঠ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা অফিসার ইনচার্জ মো: আশরাফ উদ্দিন, সহকারী ভূমি কমিশনার কে এম আবু নওশাদ, কাচালং সরকারি কলেজের সম্মানিত অধ্যাক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: আলী হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, বীর মুক্তিযোদ্ধা বাঘাইছড়ি উপজেলা মুতিযোদ্ধা কমান্ড মো: আব্দুর সবুর,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান আজিজ সহ আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলাধীন সকল মুক্তিযোদ্ধাদের পুরুষ্কার বিতরন সহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপজেলা প্রশাসন, উক্ত অনুষ্ঠানটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সম্পন্ন হয়।