অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে সোমবার( ১৪ ডিসেম্বর) রাত ১১.৩০ মিনিটে চন্দ্রঘোনা থানার এসআই মোঃ কাউছার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউপি এলাকাধীন খন্তাকাটা নামক স্থানে চট্টগ্রাম থ- ১৪-০০৩৩ নম্বরের একটি সিএনজি আটক করে।
উক্ত সিএনজি তল্লাশি চালিয়ে ষ্টিলের বক্সভর্তি সাদা প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো ২৩ টি পলিথিনের প্যাকেট যাহার প্রতি প্যাকেটে ১ লিটার করে সর্বমোট ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। এইসময় হেফাজতে চোলাই মদ পাচার করার অভিযোগে সিএনজি চালক ১/মোঃ মোবিনুল ইসলাম(৩০), পিতা :- মৃৃত মোঃআবুল কাশেম
২) মোঃ আরফান (৫০) পিতা-জহুর আহাম্মদ কে আটক করে। তারা দুইজনই রাউজান উপজেলার গহিরা এবং ধলইনগরের বাসিন্দা। জব্দকৃত চোলাই মদ ও সিএনজি সহ আটক ব্যক্তিদ্বয়কে করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আনা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান আটককৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।