অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশের অভিযানে রাঙ্গামাটি জেলার মধ্যে সাম্প্রতিক সময়ে সর্ববৃহৎ চোলাই মদ আটক করা হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৮.৪৫ টায় কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন মিশন এলাকার থানাঘাট সংলগ্ন কর্নফুলী নদীতে ৩ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ একটি ইঞ্জিন চালিত বোট আটক করা হয়। জানা যায় প্রতিটি বস্তায় ৩০ লিটার করে মোট ১০০ টি প্লাস্টিকের বস্তায় চোলাই মদ মজুদ ছিলো। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এইসময় বোটে থাকা দুইজনকে হাতে নাতে আটক করা হয় এবং ৪ জন পালিয়ে যায়। আটককৃত ব্যাক্তির নাম ১/ আনু প্রু মারমা-৪৭, পিতাঃ মৃত হ্লাক্রই প্রু মারমা, ২/ সায়মন মারমা-২৫, পিতাঃ স্যামং মারমা। তারা উভয় রাইখালী ইউপির ডলুছড়ি এলাকার বাসিন্দা।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এই এলাকা দিয়ে একটি বিশাল মদের চালান বোট দিয়ে পাচার করা হবে। সংবাদ নিশ্চিত হবার পর আমি এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঐ এলাকায় অবস্থান করি। রাত ৮. ৪৫ টার দিকে ইঞ্জিন চালিত একটি বোটকে থামার জন্য সংকেত দিলে, উক্ত বোটটি পালিয়ে যাবার চেষ্টা করে। এই সময় আমাদের সঙ্গে থাকা বোট দিয়ে ঐ বোটকে ধাওয়া করলে তারা কর্নফুলি নদীর উত্তর পাড়ে থানাঘাট সিঁড়িঘাটে নৌকাটি থামিয়ে পালানোর চেষ্টা করে। এইসময় এই বিশাল মদের চালান আটক করি এবং ২ জনকে হাতেনাতে ধরে ফেলি। আসামীদের সঙ্গে থাকা ৪ জন পালিয়ে যায়।
আটক কৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।