llআকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিll
মিরসরাইয়ে র্যাবের অভিযানে ২৪৫ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে।
১৩ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাট পৌরসভার গ্রীণ টাওয়ারের সামনে চেক পোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস (নোহা) জব্দ করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লভপুর গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে জাকির হোসেন (৩২), চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর ডেমসা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে খোরশেদ আলম (১৯), মধ্যম মাদরসা গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক জুনায়েদ জাহেদী বলেন, আটককৃত আসামীরা চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসতেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,৪৫,০০০ (দুই লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা এবং নোহা মাইক্রোটির মূল্য ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।