ইউনুছ আরফিন, রাঙ্গামাটিঃ
আজ ১৪/১২/২০ ইং রাঙ্গামাটি জেলা পরিষদের কার্যলয়ে পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ । বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনসাধারণের ভাগ্যের চালিকাশক্তি যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পার্বত্য জেলা পরিষদ গুলো। নাম প্রকাশে অনেচ্ছুক এক নেতা জানিয়েছেন এ মহান আসনের দায়িত্বের সামিল হয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য তিন পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গত- ১০ই ডিসেম্বর জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে পুনর্গঠন করা হয়েছে রাঙ্গামাটি জেলা পরিষদ।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের দুইবারের মতো সদস্য অংসুই প্রু চৌধূরী।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন তরুণ রাজনীতিবিদ মংসুইপ্রু চৌধুরী অপু।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চতুর্থবারের মত নিয়োগ পেলেন ক্যশৈহ্লা। ৫ জন নতুন সদস্য ও ৯জন পুরোনো সদস্য মোট ১৪ জন সদস্য নিয়ে পুনর্গঠন হয় বান্দরবান জেলা পরিষদ।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে সেই পত্রে উল্লেখ করা হয়, ২৫ মার্চ ২০১৫ তারিখের ২৯.০০.০০০০.২১৪.০১.১২০.২০০১(অংশ-১)/৮৭ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।