llদিলোয়ারা আক্তারll
llকাউখালী প্রতিনিধি ll
১৩/১২/২০২০ রবিবার সকাল দশ ঘটিকায় লিন(lean) প্রকল্পের আওতায় কাউখালী উপজেলা পরিষদের আফিসার্স কল্যাণ ক্লাবে ১৬ জন নারী উদ্যোক্তা নিয়ে ৩দিন ব্যাপী “উদ্যোক্তা ওক্ষুদ্র ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ “এর কার্যক্রম শুরু হয়।
এ প্রশিক্ষণে নারী উদ্যোক্তদের সফল করার লক্ষ্যে ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন লিন প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজীব দাশগুপ্ত,টেকনিক্যাল কো অর্ডিনেটর কাজী মোজাম্মেল হোসেন ও প্রশিক্ষণের প্রশিক্ষক এবং লিন প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর জ্ঞান বিকাশ চাকমা।”নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র উন্নয়ন প্রশিক্ষণ “এর মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।এতে করে পরিবারের দরিদ্রতার হার কমবে।