উথোয়াইচিং মারমা;(বান্দরবান প্রতিনিধি):
পার্বত্য বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী দুই নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বান্দরবানের বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন।
রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বেসরকারি সংস্থা কারিতাস-এর এগ্রো-ইকোলজি ফোরামের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় বান্দরবান জেলা নদী পরিব্রাজক দলের সভাপতি এমেসিং মার্মা-এর সভাপতিত্বে মানববন্ধনে বান্দরবান জেলা মানবধিকার নেত্রী ড নাই প্রু নেলী, জেলা দূনীতি প্রতিরােধ কমিটির সভাপতি অংচমং মারমা, নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা কামাল পাশা, সভাপতি বাবু মনি, সহ-সভাপতি লিটন চক্রবতী, সাধারণ সম্পাদক দিপিকা চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য বান্দরবান জেলায় কয়েকটি অসাধু চক্রের সিন্ডিকেট অবৈধভাবে নদী-ঝিরি-ঝর্ণা থেকে নিয়ন্ত্রণহীনভাবে পাথর ও বালি উত্তোলণ করায় নদীর নাব্য হুমকির মুখে । এছাড়া নির্বিচারে রিজার্ভ বনাঞ্চল থেকে শুরু করে সব বন উজাড় ও অবৈধ দখলদারদের কারণে নদীর পানির স্তর দিন দিন কমে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, যতদ্রুত সম্ভব নদী বাঁচানো প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ করা জরুরি।
শেষে নদী রক্ষার দাবীতে জেলা প্রশাসক দাউদুল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।