রুমায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ

মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি

বান্দরবানে রুমা উপজেলার সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিন ব্যাপি নানান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেস কনফারেন্স এর কক্ষে নির্বাচন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণটি বিকাল ৫টা পর্যন্ত চলমান হয়েছিল।

প্রশিক্ষণ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুন চাকমা।

সংশ্লিষ্টরা জানা গেছে, রুমা উপজেলায় ১৮টি ভোট কেন্দ্রের ৪৮টি কক্ষ, ২০জন প্রিজাইডিং অফিসার, ৫৩জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৬জন পোলিং অফিসারসহ মোট ১৭৯জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরো জানান, অনুষ্ঠিতব্য এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমায় ১৮টি ভোট কেন্দ্রে নারী-পুরুষ মোট ২১ হাজার ৫৮৬জন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করা কথা রয়েছে।
উল্লেখ্য যে, আগামী ৭জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।