নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক তরুন গুরুত্বর আহত হয়েছে।
আহত ব্যক্তি ওই ইউনিয়নের তমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যা’র ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া সীমান্ত পিলার বিপি-৩৫ সংলগ্ন ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া মিয়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়রা গবাদি পশু চারণ করার অনেক সময় গবাদি পশু সীমান্তের ওপারে চলে যায়। ফলে পশু গুলো ফিরিয়ে আনতে সীমান্তের ওপারে যেতে হয়। প্রতিদিনের ন্যায় আজও গরু চারণ করার সময় তার গরু সীমান্তরক্ষী ওপারে চলে গেলে তা ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামের বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘুমধুম ইউপির ৫নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থল মাইন বিষ্ফোরিত হয়ে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।
এ ব্যাপারে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সত্যতা নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকা মাইন বিস্ফোরনে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে এক বাংলাদেশী আহত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ভূখণ্ডে মর্টারশেল ও গুলি এসে পড়ার কারণে আতঙ্কিত হয়ে দিন পার করতে হয়েছিল। হঠাৎ এই ঘটনা খবর পেয়ে স্থানীয়দের মাঝে বড় ধরনের আতংক বিরাজ করছে।